ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১ | ০৯:২৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২১ | ০৯:২৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জঙ্গির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে নথিভুক্ত হয়েছে। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে পাঠানো মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় ৫ এপ্রিল এসে পৌঁছে। পরে সেটি নথিভুক্ত করা হয়।

গত ২৩ মার্চ এ মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর কামরুজ্জামান। এরপর বিধি অনুযায়ী ওই রায় এবং ডেথ রেফারেন্স-সংক্রান্ত নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ আসামি হলো- মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক, ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, আজিজুল হক, লোকমান, ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন, আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম খান।

২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখা যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কোটালীপাড়া থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করে পুলিশ।

আরও পড়ুন

×