ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফিলিস্তিনিদের পাশে তারা, দিলেন ৫০ লাখ টাকার ওষুধ

ফিলিস্তিনিদের পাশে তারা, দিলেন ৫০ লাখ টাকার ওষুধ

ফিলিস্তিন দূতাবাসে ফারাজ করিম চৌধুরীসহ অন্যান্যরা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২১ | ০৮:১১ | আপডেট: ২০ মে ২০২১ | ১২:৪৪

ইসরায়েলি বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত প্রায় ৫০ লাখ টাকার ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী রাষ্টদূত ইউসুফ এস ওয়াই রমাদানের কাছে হস্তান্তর করেছেন চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কয়েকদিন আগে ফিলিস্তিনের জনগণের সাহায্যার্থে ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের করার উদ্যোগ নেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেশ সাড়া দেন।

ফিলিস্তিনিদের জন্য সাহায্য সংগ্রহের উদ্যোক্তা ফারাজ করিম চৌধুরী বলেন, 'হতাহতের শিকার ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়াতে আমার এই উদ্যোগ আশাতীত সাড়া পাওয়া যায়। মানবিক এই কার্যক্রমে ওষুধ কোম্পানি অপসোনিন ফার্মা এবং একমি ফার্মাসিউটিক্যালস ওষুধ ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী দিয়ে সাহায্য করেছে। এ ছাড়া অনেক সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এসব সহায়তায় আমরা ফিলিস্তিন রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়েছি।'

আরও পড়ুন

×