৬ দিন বিরতির পর সংসদের বৈঠক শুরু

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২১ | ০০:৩০ | আপডেট: ১৪ জুন ২০২১ | ০০:৩৫
ছয় দিনের বিরতির পর সংসদের বৈঠক পুনরায় শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় বৈঠক শুরু হয়।
এর আগে গত ৭ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক ১৪ জুন সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন। খবর বাসসের
ওইদিন জাতীয় সংসদে ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
নির্দিষ্টকরণ সম্পূরক বিল-২০২১ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
চলতি অর্থ বছরে মূল বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ১৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭লাখ ৩২ হাজার টাকা। আর ২৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস পেয়েছে ২৯ হাজার ১৭ কোটি টাকা। এ অর্থ হ্রাস- বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৫ কোটি ৩৮ লাখ ৯৮৩ কোটি টাকা।
- বিষয় :
- সংসদের বৈঠক শুরু
- সংসদের বৈঠক
- বাজেট অধিবেশন