বছরে নষ্ট ৩ হাজার ৬০০ কোটি টাকার আম, রপ্তানিতে গুরুত্ব

আম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১ | ১২:৫৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ | ১৪:২১
২০১৯-২০ সালে দেশে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হলেও রপ্তানি হয়েছে ২৮৩ টন। তবে ২০২০-২১ সালে ১ হাজার ৬২৩ টন আম রপ্তানি হয় যা গত বছরের তুলনায় ৫ গুণেরও বেশি। ২৫ শতাংশ আম সংগ্রহের পর নষ্ট হয়। এতে ক্ষতির পরিমাণ বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা।
সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে হর্টেক্স ফাউন্ডেশন আয়োজিত ‘আম রপ্তানি বৃদ্ধির জন্য আমের উন্নত ব্যবস্থাপনা’ শীর্ষক জাতীয় কর্মশালায় এ তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে বছরে ২৫ লাখ টন আম উৎপাদন হয়। অথচ রপ্তানি হয় কয়েকশ’ টন। এবার বছরে এক লাখ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, আগামী ৩-৫ বছরের মধ্যে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়ন ও আমের নতুন বাজার খুঁজ বের করতে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে।
মন্ত্রী বলেন, আম রপ্তানির বাধা চিহ্নিত করে তা নিরসন করা হবে। ইতোমধ্যে নিরাপদ আমের নিশ্চয়তা দিতে তিনটি ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত আম নিরাপদ রাখতে উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন শুরু হয়েছে। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়ার কাজ চলছে। এর ফলে চলতি বছর গত বছরের তুলনায় আম রপ্তানি ৫ গুণ বেড়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সল্ফপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুলল্গাহ এবং এনএটিপি-২ প্রকল্পের পরিচালক মো. মতিয়ার রহমান।
- বিষয় :
- আম
- আম রপ্তানি
- কৃষি গবেষণা কাউন্সিল