ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জবি সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক জোবায়ের

জবি সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক জোবায়ের

জবি প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১ | ২৩:৩৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ | ২৩:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের।

বুধবার সকাল ১০টায় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ আগস্ট অনলাইনে ভোটগ্রহণ করা হয়। সর্বমোট ৩৭টি ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে যায় যায় দিন ও বাংলানিউজের মহিউদ্দিন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের মাহমুদুল হাসান তানভীর, অর্থ সম্পাদক পদে কালের কন্ঠের মাসুদ রানা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ টুডের নাকিবুল আহসান নিশাদ, কার্যনির্বাহী সদস্য-১ পদে জাগো নিউজের রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্য-২ পদে মানবজমিনের জয়নুল হক ও বাংলাদেশের খবরের ইমরান হুসাইন যৌথভাবে নির্বাচিত হন।

আরও পড়ুন

×