সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার আহ্বান

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০৪:৫৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০৪:৫৯
সুস্থ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তোলা জরুরি। সুখী ও স্বাস্থ্যবান জীবন উপভোগ এবং অসংক্রামক রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা পেতে অস্বাস্থ্যকর খাবার বর্জন করে স্বাস্থ্যকর প্রাকৃতিক খাবার গ্রহণ ও পর্যাপ্ত ব্যায়াম করতে হবে।
বৃহস্পতিবার ঢাকা সিভিল সার্জন অফিস আয়োজিত বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে এক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন লাইন ডিরেক্টর ডা. সাইফুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের ডেপুটি সেক্রেটারি জাকিয়া পারভিন, ডেপুটি সিভিল সার্জন বিলস্নাল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মহসিন মিয়া, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অন্যনা রহমান প্রমুখ।