ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার - ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ০২:১৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ০২:১৭

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে

আজ শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাদের মধ্যে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং সাবেক মহাপরিচালক, বর্তমানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ রয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম।

নিষেধাজ্ঞার তালিকাভুক্ত অন্য কর্মকর্তারা হলেন- খান মোহাম্মদ আজাদ (র‌্যাবের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স), তোফায়েল মুস্তাফা সরওয়ার (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, জুন ২০১৯-মার্চ ২০২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, সেপ্টেম্বর ২০১৮-জুন ২০১৯), মোহাম্মদ আনোয়ার লতিফ খান (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, এপ্রিল ২০১৬-সেপ্টেম্বর ২০১৮) এবং র‌্যাব-৭-এর সাবেক কমান্ডার মিফতাহ উদ্দিন আহমেদ।

এর মধ্যে বেনজীর আহমেদ ও মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। ফলে তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ দপ্তরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) বিভিন্ন দেশের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সঙ্গে সংশ্লিষ্ট। এতে বাংলাদেশ ছাড়াও চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমারের ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনের শেষ দিনে এ নিষেধাজ্ঞা এলো।

আরও পড়ুন

×