ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চবিতে উদ্ধার ১২ ফুট লম্বা অজগরটি ছাড়া হলো জঙ্গলে

চবিতে উদ্ধার ১২ ফুট লম্বা অজগরটি ছাড়া হলো জঙ্গলে

উদ্ধার অজগর ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ০৯:১২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ০৯:৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের একটি কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। 

পরে এটি ছেড়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পাশের জঙ্গলে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সাপটি উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদের পাশের জঙ্গলে ছেড়ে দিয়েছি। এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে এসে থাকতে পারে।

আরও পড়ুন

×