ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৫ বছরের জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের শ্বেতপত্র প্রকাশ ১৯ জানুয়ারি

৫ বছরের জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের শ্বেতপত্র প্রকাশ ১৯ জানুয়ারি

গণকমিশনের সভার সংশ্লিষ্টরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ০৫:৫৪ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ০৫:৫৪

দেশে গত পাঁচ বছরে সংঘটিত জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের শ্বেতপত্র আগামী ১৯ জানুয়ারি প্রকাশ করা হবে। শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ে গণকমিশনের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্বেতপত্রে ২০১৬ সালে ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলা থেকে শুরু করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের পাঁচ বছরের ঘটনাবলী তুলে ধরা হবে।

একাত্তররের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাস যৌথভাবে গত বছর এ গণকমিশন গঠন করেছিল। গণকমিশনের সভাপতি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে সভায় বলা হয়, দুই খণ্ডে প্রকাশিতব্য এই শ্বেতপত্রে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠনের বহুমাত্রিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সরকার ও নাগরিক সমাজের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব করা হবে। এছাড়াও জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতনের  নির্বাচিত কলাম, সংবাদ ও ছবি প্রকাশ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন গণকমিশনের সদস্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, আরমা দত্ত এমপি, রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, কমিশনের সদস্য সচিব ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হাফেজ জিয়াউল হাসান, কমিশনের সচিবালয়ের সমন্বয়কারী নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সচিবালয়ের সদস্য আসিফ মুনীর তন্ময়, তৌহিদ রেজা নূর, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব,  অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, সাংবাদিক মোরসালিন মিজান প্রমুখ।

আরও পড়ুন

×