ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রদীপ-লিয়াকতের ফাঁসি। সংবাদ পর্যালোচনা

প্রদীপ-লিয়াকতের ফাঁসি। সংবাদ পর্যালোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৫৯

সাগর, পাহাড় মিলে নৈসর্গিক এলাকা কক্সবাজার। মাদক চোরাচালান ও 'বন্দুকযুদ্ধে'র কারণেও বারবার আলোচনায় আসে এলাকাটির নাম। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

দেড় বছরের মাথায় সোমবার বহুল আলোচিত ওই ঘটনার মামলায় রায় ঘোষণা করা হলো। এতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তার ফাঁসির দণ্ড হওয়ার নজির এটিই প্রথম। রায়ে ৬ জনের যাবজ্জীবন সাজা হয়। তারা হলেন- টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, এপিবিএনের কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা; মারিশবুনিয়া গ্রামের তিন ব্যক্তি নেজাম উদ্দিন, নুরুল আমিন ও মো. আইয়াজকে যাবজ্জীবন কারাদ দেওয়া হয়েছে।

একই সঙ্গে এই ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদে র আদেশ দেন আদালত।

আলোচনা করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ ও সহ-সম্পাদক রিফাত তাসনুভা

আরও পড়ুন

×