ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চাষীদের সম্মানে শাবিতে 'চাষাভুষার টং'

চাষীদের সম্মানে শাবিতে 'চাষাভুষার টং'

শাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৯

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে টং দোকানের উদ্বোধন করেছেন। চাষীদের সম্মানে এ দোকানের নাম দিয়েছেন 'চাষাভুষার টং'। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'বি' এর পাশে স্থাপিত এ দোকানের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনের সময় শিক্ষার্থীরা বলেন, চাষাভুষাদের রক্তজল করে উৎপন্ন ফসলে আমাদের খাদ্যের যোগান নিশ্চিত হয়। যাদের পরিশ্রমে আমাদের এই প্রজাতন্ত্রের সকল কর্তাব্যক্তিসহ সকলের বেতন হয়, সেই চাষাভুষাদের নিচু করে মন্তব্য করার প্রতিবাদে আমরা চাষাভুষার সন্তানেরা গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের ভেতরে 'চাষাভুষার টং' দোকান চালু করছি। আপাতত শিক্ষার্থীদের তত্ত্বাবধানেই এই টংয়ের কার্যক্রম চলছে। খুব দ্রুত ক্যাম্পাসে আরও ৪টি টং চালু করা হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে টং দোকানগুলো বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এসব দোকানে শিক্ষার্থীরা অল্প দামে ভালো খাবার খেতে পারত। এ ছাড়াও টং যুক্তিতর্ক, আড্ডা, বুদ্ধিবৃত্তির চর্চা আর সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র বলে মনে করে শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় টং দোকান পুনরায় খোলার দাবি জানালেও প্রশাসন তাতে অনুমতি দেয়নি।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা নারী শিক্ষক ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ জানান কিছু শিক্ষকবৃন্দ। এ সময় এক নারী শিক্ষক তার মন্তব্যে চাষাভুষা শব্দ ব্যবহার করে বলেন, 'আমরা চাষাভুষা নই, যে আমাদের যা খুশি তাই বলবে'। এই মন্তব্যে চাষাভুষা মানুষদের হেয় করা হয়েছে এবং অসম্মান করা হয়েছে বলে দাবি করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ হিসেবে তারা ক্যাম্পাসে চাষাভুষার টং নামে একটি দোকান চালু করেছেন। 

আরও পড়ুন

×