ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দেশে এলো ফাইজারের আরও ৬০ লাখ টিকা

দেশে এলো ফাইজারের আরও ৬০ লাখ টিকা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:০৪

বাংলাদেশকে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়া টিকা সাড়ে চার কোটি ডোজ ছাড়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা পেল বাংলাদেশ। 

মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আরও লাখ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, যত বেশি সম্ভব বাংলাদেশি নাগরিকদের টিকা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে চলছে। এর মধ্য দিয়ে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখতে এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ৭ হাজারের বেশি স্বাস্থ্যসেবাদানকারীকে টিকাদান কার্যক্রম উপযুক্তভাবে ব্যবস্থাপনার পাশাপাশি সংরক্ষণ ও পরিবহনের ওপর প্রশিক্ষণ দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের কোভিড-১৯ সহায়তা ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকা ছড়িয়েছে।


আরও পড়ুন

×