ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার রশিতে বাঁধা ৫ ফুট লম্বা অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার রশিতে বাঁধা ৫ ফুট লম্বা অজগর উদ্ধার

ছবি: সমকাল

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:১৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবার প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে কলা ঝুপড়ি এলাকায় কয়েকজন শিক্ষার্থী এটি দেখে উদ্ধার করেন। তবে সাপটিকে কে বা কারা বেঁধে রেখেছে তা জানা যায়নি।

এর আগে গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের কাছে পাহাড় থেকে টেটাবিদ্ধ একটি বন্য শূকর উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম।

শুক্রবার অজগরটিকে উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম। তিনি বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। অজগরটি লম্বায় ৫ ফুট ও ওজনে ২ কেজি হতে পারে।

এর আগে ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা কেন্দ্রে ১২ ফুট লম্বা একটি অজগর ঢুকে পড়ে। পরে সেটিকে প্রাণী বিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।

আরও পড়ুন

×