চার দেশে চার বৃত্তি

অলংকরণ :: ফাইয়াজ হোসেন
মিনহাজ রশীদ, যুক্তরাজ্য থেকে
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৩
কানাডা
কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। এটি চিকিৎসাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা :
lকানাডিয়ার সংস্কৃতি অন্বেষণ ও সেখানকার উচ্চশিক্ষা অর্জনের সুযোগ। lনির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
lআন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
lস্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
lইংরেজিতে দক্ষ হতে হবে। এর দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস ও টোয়েফল) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১৫ ফেব্রুয়ারি ২০২৫।
আবেদন যেভাবে : আগ্রহীদের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনকারীকে তাঁর ভর্তিতে ইচ্ছুক একটি প্রোগ্রাম খুঁজে নিতে হবে। ভর্তির প্রয়োজনীয় বিষয় জেনে আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে।
বিস্তারিত জানতে–
https://admissions.usask.ca/ money/ search-awards.phpaward= 301371ES01
সুইডেন
পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য সুইডেন। দেশটি সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেয় বিদেশি শিক্ষার্থীদের। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পান। বাংলাদেশের শিক্ষার্থীও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি সুইডেনের বৃহত্তম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।
আবেদনের শেষ সময়:
আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে
https://www.kth.se/en/studies/master/admissions/scholarships/kth-scholarship-1.72827
তুরস্ক
ইউরোপ ও এশিয়ায় অবস্থিত সমৃদ্ধ দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি দেয়। এমনি একটি স্কলারশিপ তুরস্ক সরকারি বৃত্তি । আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির জন্য মিলবে বৃত্তি।
বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। বায়োটেকনোলজি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংসহ), বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ হাজারের বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ মেলে তুরস্ক সরকারের এই বৃত্তিতে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য তুরস্ক সরকারের এই বৃত্তিটি মেধাবী বিদেশি শিক্ষার্থীদের দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়।
এই বৃত্তির আওতায় মাসিক উপবৃত্তি, ফ্রি টিউশন ফি, যাতায়াতের বিমান টিকিট, স্বাস্থ্যবীমা, বাসস্থানসহ বিভিন্ন খরচ বহন করে তুরস্ক সরকার।
বৃত্তিতে আবেদনের যোগ্যতা—
ভাষা: ইংরেজি বা তুর্কি ভাষায় দক্ষতা থাকতে হবে
আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫
বিস্তারিত জানতে
https://turkiyeburslari.gov.tr/
জার্মানি
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বে এই লুডভিগ মাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি, (এলএমইউ মিউনিখ) ৬০তম অবস্থানে আছে। এলএমইউ মিউনিখ মানবিক, সামাজিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স, মেডিসিনসহ
বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য পরিচিত। উচ্চ একাডেমিক মান ও গবেষণার জন্য পরিচিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত জানতে
https://www.lmu.de/en/
- বিষয় :
- বৃত্তি