ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন তরুণী

ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন তরুণী

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ০৯:১৫ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ০৯:১৫

রাজধানীর ফার্মগেট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে ধরেছেন উন্নয়নকর্মী সুমিতা রবিদাস। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সুমিতা রবিদাস সমকালকে জানান, সন্ধ্যা ৭টার দিকে আনন্দ সিনেমা হলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি ও তার বোন প্রতিমা রবিদাস। হঠাৎ দুই ছিনতাইকারী তার বোনের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌড় দেয়। তাদের পিছু নেন দুই বোন। একপর্যায়ে শুভ নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন সুমিতা। তবে ফোন নিয়ে পালায় অপর দুর্বৃত্ত।

শেরেবাংলা নগর থানার এসআই শফিকুর রহমান সমকালকে বলেন, ভুক্তভোগী তরুণী এক ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে দিয়েছেন। তার অপর সহযোগীকে গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×