আবরার হত্যার বিচার চায় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৫:০১
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে ২০টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক শীপা হাফিজা, ফোরামের সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক সামসুল হুদা, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
বক্তরা বলেন, আবরার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে অসহিষ্ণুতা আর ভিন্নমতের প্রতি শ্রদ্ধাহীনতার বহিঃপ্রকাশ। সর্বোপরি সমাজের সর্বস্তরে দায়হীনতা এবং জবাবদিহিতা ও আইনের শাসনের অভাবের কারণে আজ আমরা এমন ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি।
তারা বলেন, এ পরিস্থিতি কাটিয়ে মত প্রকাশের স্বাধীনতা, মুক্তচিন্তা, মেধা আর মননের বিকাশ নিশ্চিত করতে এবং দুর্বৃত্তায়নের পরিবর্তে সুষ্ঠু রাজনৈতিক চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার আর কঠোর দিকনির্দেশনা অত্যন্ত জরুরি।
মানববন্ধন শেষে ফোরামের পক্ষ থেকে বেশকিছু দাবি জানানো হয়।