ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যমুনা ফিউচার পার্ক থেকে চুরি, বসুন্ধরা সিটির সামনে বিক্রি

যমুনা ফিউচার পার্ক থেকে চুরি, বসুন্ধরা সিটির সামনে বিক্রি

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২২ | ০০:২৫

রাজধানীর যমুনা ফিউচার পার্কে একটি মোবাইল ফোনের দোকান থেকে নামিদামি ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর ভাটারা, বসুন্ধরা সিটি শপিংমল এলাকা ও কুমিল্লায় ডিবির গুলশান বিভাগ এই অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলো- অনিক হাসান, নাহিদ হাসান ও নাদিম মোহাম্মদ সাগর। তাদের কাছ থেকে চুরি হওয়া আইফোন, স্যামসাং ও সনি ব্র্যান্ডের ৪৫টি ফোনসেট উদ্ধারের কথা জানিয়েছে ডিবি। কর্মকর্তারা বলেছেন, যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা এসব মোবাইল ফোন আরেক অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমলের সামনে দাঁড়িয়ে বিক্রি করছিল চক্রটি।

গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ওই চুরি এবং আসামি গ্রেপ্তারের তথ্য দেন ডিবির কর্মকর্তারা। সেখানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, চোর চক্রের সদস্যরা ৫ জুলাই যমুনা ফিউচার পার্কের লেভেল-৪-এ শেফা ইন্টারন্যাশনাল নামে একটি দোকানের তালা ভেঙে আইফোন, স্যামসাং ও সনি ব্র্যান্ডের ৫৫টি সেট চুরি করে। ওই ঘটনায় ভাটারা থানায় মামলা হলে ডিবির গুলশান বিভাগ তদন্ত শুরু করে। প্রযুক্তিগত তদন্তে দেখা যায়, তিনজন চোর দোকানের তালা ভেঙে ব্যাগভর্তি মোবাইল ফোন নিয়ে যাচ্ছে।

এই কর্মকর্তা বলেন, প্রথম চক্রের দু'জনকে গ্রেপ্তারের পর জানা যায়, তারা চুরি করা মোবাইল ফোন নিয়ে বসুন্ধরা সিটি শপিংমলের সামনে দাঁড়িয়ে একটি-দুটি করে বিক্রি করেছে। অপর সদস্যকে গ্রেপ্তারের পর জানা যায়, মার্কেটের সামনে ছাড়াও চোরাই সেটগুলো নামিদামি মার্কেটে মোবাইল ফোন বিক্রির দোকানেও কম দামে বিক্রি করে থাকে। ডিবিপ্রধান বলেন, এই ফোনসেটগুলো ব্যবসায়ীরা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশ থেকে লাগেজে করে এনেছিলেন।

ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, একসময় গুলিস্তানসহ আশপাশের বিভিন্ন মার্কেটে চোরাই মোবাইল ফোন কেনাবেচা হতো। কিন্তু যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করে জানা গেল, চোর চক্র নামিদামি মার্কেটেও এসব চোরাই ফোন বিক্রি করে থাকে।

আরও পড়ুন

×