ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খালি প্লটের মাটি খুঁড়ে কিশোরের লাশ

খালি প্লটের মাটি খুঁড়ে কিশোরের লাশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৮:৫৩

নিখোঁজের দুই দিন পর রাজধানীর খিলগাঁওয়ের শেখেরজায়গার খালি প্লটের মাটি খুঁড়ে কিশোরের লাশ পাওয়া গেছে। তার নাম আলাল সিকদার (১৪)। পুলিশ বলছে, তাকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখে হত্যাকারীরা। 

বৃহস্পতিবার দুপুরে বালু সরিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আলালের বাবার নাম মানিক সিকদার। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুরে। আলাল ব্যাটারিচালিত রিকশাচালক ছিল। পশ্চিম নন্দিপাড়ার ত্রিমোহনী এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত সে। মঙ্গলবার সকালে বাসা থেকে রিকশা নিয়ে বের হয় আলাল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধান না পেয়ে বুধবার খিলগাঁও থানায় সাধারণা ডায়েরি (জিডি) করে পরিবার। তার রিকশাটি নন্দিপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে রিকশার ব্যাটারি পাওয়া যায়নি। রিকশার গ্যারেজের মালিক, ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানার এসআই রুহুল আমিন সমকালকে বলেন, শেখেরজায়গার একটি খালি প্লটে মাটির ওপরে মাথা ও মুখের কিছু অংশ বেরিয়ে ছিল। তা দেখে ওই এলাকার শ্রমিকরা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। পরে দুপুরে মাটি খুঁড়ে কিশোরের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×