ডিএসসিসির অভিযান: রুট পারমিটবিহীন তিন বাস ডাম্পিংয়ে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অভিযান চালিয়ে রুট পারমিটবিহীন তিনটি বাস জব্দ করেছে। এরপর জব্দকৃত বাসগুলো মাতুয়াল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়।
আজ রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানম ও বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানকালে সময় ট্রান্সপোর্ট লি-এর ঢাকা মেট্রো ব ১৩-০৩০৯, রাফসান পরিবহনের ঢাকা মেট্রো জ ১৪-০১০৮ এবং অনাবিল পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-৮৭৬৯ গাড়িগুলো জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।এ ছাড়া রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, সিট সংখ্যা বৃদ্ধিসহ নানা কারণে বসুমতি, শিকড়, শুভযাত্রা, ট্রান্সসিলভা, আল বারাকা, দিশারী, মেঘলা, বাহন, মৌমিতা ও সাভার পরিবহনের ১০টি বাসকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সবুজবাগের বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যাটারিচালিত অবৈধ রিকশা আটক করা হয়। সেগুলোও মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।
একইদিন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত ও রাস্তার ওপর বসা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন।