ঢাকা শহরে কোনো ভূমিদস্যু রাখব না: মেয়র তাপস

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোনো জমি দখলদাররা আর দখলে রাখতে পারবে না বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, 'যতদিন মেয়রের দায়িত্বে আছি ততদিন ঢাকা শহরে কোনো ভূমিদস্যু রাখব না।'
আজ বৃহস্পতিবার ডিএসসিসি নগরভবন প্রাঙ্গণে '১৪ নং আউটফল ও ধলপুর তেলেগু পরিচ্ছন্নতাকর্মী নিবাসের বাসার বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে' তিনি এ মন্তব্য করেন।
মেয়র তাপস বলেন, 'আমাদের অনেক জমি বিভিন্নভাবে বেদখল অবস্থায় আছে। ভূমিদস্যু ও কুচক্রীমহল জমি দখল করে খেয়েছে। জমি আমার, ভাড়া আদায় করে তারা। আমি থাকতে তা বরদাশত করব না। ঢাকা শহরে আমি যতদিন আছি এইসব ভূমিদস্যু আর রাখব না।'
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার প্রমুখ বক্তব্য দেন।