ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাদক সেবনে বাধা দেওয়ায় ৩ ছাত্রকে কুপিয়ে জখম

মাদক সেবনে বাধা দেওয়ায় ৩ ছাত্রকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩ | ১৮:৩৬ | আপডেট: ০৩ মার্চ ২০২৩ | ১৮:৩৬

রাজধানীর দারুস সালাম এলাকায় তিন শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। শুক্রবার রাতে স্থানীয় খালেক পেট্রল পাম্পের পাশে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আগারগাঁওয়ের বেসরকারি কৃষি ডিপ্লোমা ইনিস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত ইসমাইল আলিফ, মিরপুর পলিটেকনিকের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর খান হেমন্ত ও বাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রাহী। তাদের মধ্যে আরাফাতের অবস্থা আশংকাজনক।

চিকিৎসাধীন তানভীর খান জানান, শুক্রবার তাঁর জন্মদিন ছিল। এ উপলক্ষে বন্ধুরা কেক কাটেন। এরপর তাঁরা খালেক পেট্রল পাম্পের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে পাশের অন্ধকার স্থানে কয়েকজনকে মাদক (ড্যান্ডি) সেবন করতে দেখেন। মাদক সেবনে বাধা দিলে আরাফাতকে মারধর শুরু করে তারা। এরপর এগিয়ে যান তানভীর ও রাহী। এ সময় ধারালো অস্ত্র বের করে তিনজনকেই কুপিয়ে জখম করে মাদকসেবীরা। পরে তাদের উদ্ধার করে ইবনে সিনা হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে রাত ১০টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, হামলাকারী ৫-৭ জনের মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন। তারা হলেন- দারুস সালাম এলাকার বাসিন্দা রাব্বি ও হৃদয়। অন্যদের দেখলেও চিনতে পারবেন বলে জানান তানভীর।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন সমকালকে বলেন, পুলিশ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে।

আরও পড়ুন

×