ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বর্জ্য থেকে জ্বালানি তৈরি করেছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে জ্বালানি তৈরি করেছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাবিতে ‘সাসটেইনেবল গ্রিন বিজনেস’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ১১:৩৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের আয় বেড়েছে, বেড়েছে ভোগের পরিমাণও। এর ফলে শহরতলি থেকে প্রচুর পরিমাণে বর্জ্য জড়ো হচ্ছে। বায়ুদূষণ থেকে রক্ষা পেতে ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বর্জ্যকে কাজে লাগিয়ে সরকার জ্বালানি তৈরি করছে।

শনিবার (৪ মার্চ) ‘সাসটেইনেবল গ্রিন বিজনেস’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। ৩ থেকে ৯ মার্চ বাংলাদেশ টেকসই এনার্জি সপ্তাহের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটে (আইবিএ) মিলনায়তনে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইন্সটিটিউট।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, সরকার বর্জ্যকে কাজে লাগিয়ে জ্বালানি তৈরির পথে হাঁটছে। কিছু ক্ষেত্রে সফলও হয়েছে। ২০২১ সাল পর্যন্ত বিশ্বে বাংলাদেশ সাসটেইনেবল গ্রিন বিজনেসে ১ দশমিক ৭৩ শতাংশ উন্নীত করতে সক্ষম হয়েছে। ২০২৬ সালের মধ্যে ৪০ শতাংশের উপরে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই গ্রিন বিজনেসের বিকল্প নেই জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমরা সূর্য থেকে পাওয়ার সোলারের মাধ্যমে এনার্জি তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এই প্রকল্পের পরিসর খুবই কম। কয়লার ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তা কমাতে কাজ করছে সরকার।’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে বিকল্প পদ্ধতি উদ্ভাবন ও ব্যবহারের উপর জোর দিতে হবে। এক্ষেত্রে শিক্ষক, গবেষক ও বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ঢাবি আইবিএর পরিচালক অধ্যাপক মো. আব্দুল মোমেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনীরা সুলতানা, অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোর্শেদ এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ, টেকসই এনার্জি সপ্তাহের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইন্সটিটিউটের পরিচালক ড. এস এম নাসিফ শামস প্রমুখ।

আরও পড়ুন

×