বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১৩:৪৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ১৪:১৮
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের পল্লবী আবাসিক এলাকায় সংস্থাটির সদরদপ্তরে গিয়ে কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ভারতীয় হাই কমিশনার রমজান মাস ও ঈদুল ফিতর উদ্যাপনের জন্য ফাউন্ডেশন সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী, বই ও উপহার বিতরণ করেন। এ সময় প্রণয় ভার্মার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মনু ভার্মা।
অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেন, 'মানবতা, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনই ঈদ উৎসবের মূল বার্তা। এটাকে অনুধাবন করেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে।'
সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করে তিনি আরও বলেন, এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ভারতীয় হাই কমিশন আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানে উন্মুখ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের পরামর্শ দেন প্রণয় ভার্মা।