ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাহারি ফুলগাছে সাজছে সাত মসজিদ সড়কের বিভাজক

বাহারি ফুলগাছে সাজছে সাত মসজিদ সড়কের বিভাজক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১৫:১২ | আপডেট: ১৯ মে ২০২৩ | ১৫:১২

বাহারি ফুলের গাছে সাজানো হচ্ছে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের বিভাজক। বৃহস্পতিবার রাত থেকে রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা), কাঞ্চন ফুলসহ নানা ফুলের গাছ লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, সাত মসজিদ সড়কের ১ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিভাজকে প্রতিটি গাছের মধ্যে দূরত্ব রাখা হবে চার-পাঁচ ফুট। এরইমধ্যে ৮০০ মিটার অংশে ৬৫০টি ফুলগাছ লাগানো হয়েছে। ফুলগাছ লাগানো ও প্রয়োজনীয় বালু, মাটি ও সার ক্রয়ে খরচ ধরা হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক খায়রুল বাকের বলেন, ‘সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলগাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে দেড় হাজার গাছ লাগানো হবে। আশা করি দুই দিনের মধ্যে বিভাজক ফুলগাছে সজ্জিত করার কার্যক্রম শেষ হবে।’

আরও পড়ুন

×