ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীর কাওলায় সিএএবির শিশুদের জন্য পার্ক উদ্বোধন

রাজধানীর কাওলায় সিএএবির শিশুদের জন্য পার্ক উদ্বোধন

সিএএবি কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান পার্কটির উদ্বোধন করেন। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৬

রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য তৈরি শিশু পার্কটি খুলে দেয়া হয়েছে। সোমবার সিএএবি কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ পার্কটির উদ্বোধন করেন। 

এ সময় কয়েকশ শিশু-কিশোর পার্কের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অত্যাধুনিক ও বৈচিত্র্যময় পার্কটির উদ্বোধনের সময় এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শিশুদের সঙ্গে  নিয়ে কয়েকটি দোলনা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে সচেতন করেন। 

কাওলা আবাসিক এলাকায় এ পার্কটির সৌন্দর্য ও পরিবেশ সব সময় যেন শিশুদের উপযোগী থাকে সে বিষয়ে সবাইকে অনুরোধ করেন।

আগত শিশুরা পার্কটির জন্য সিএএবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধন্যবাদ জানায়। পার্কটিতে রয়েছে শিশুদের জন্য বিশেষ বাহন, দোলনা, খেলনা, ও বাস্কেট বল কোর্ট। এক পাশে রয়েছে একটি ফুড কর্নার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএএবির মেম্বার অপস এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, সদস্য (প্রশাসন) মো. মাহবুব আলম তালুকদার, প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক,  মানব সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সিএএবি চেয়ারম্যানের পিএস ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুজ্জামান সোহেল প্রমুখ।

আরও পড়ুন

×