মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগ নেতাকর্মীর তাণ্ডব

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
রাজধানীর মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল বারে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মদপানের বিল চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। লুট হয় শতাধিক বোতল মদ ও কয়েক লাখ টাকা। পরদিন এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।
তবে রিপন মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
একটি সূত্রের দাবি, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরের নেতৃত্বে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, হোটেলের ব্যবস্থাপক বাদী হয়ে চার-পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। নগদ ৪-৫ লাখ টাকা এবং বেশকিছু মদের বোতল লুট করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।