ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশেষ চাহিদাসম্পন্নদের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বিশেষ চাহিদাসম্পন্নদের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত মুহাম্মাদ (সা.) ইনস্টিটিউটের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এসময় সনদপত্র, নগদ অর্থ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী এবং লিঙ্গ বৈষম্যের শিকার ব্যক্তিরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের দক্ষতার প্রমাণ রাখছেন। এই প্রতিযোগিতাটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি ইতিবাচক ঘটনা। এ প্রতিযোগিতার মাধ্যমে এসব ব্যক্তিরা তাদের মেধা ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদের সমাজে আরও বেশি সুযোগ-সুবিধা পাওয়ার পথ সুগম করবে।’

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী ও ঢাকায় ব্রুনাইয়ের হাই কমিশনার হাজী হারিস বিন ওসমানসহ বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, প্রতিযোগিতাটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ প্রতিযোগিতার মাধ্যমে এরা তাদের মেধা ও দক্ষতার স্বীকৃতি পেয়েছেন। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।

আয়োজনে সভাপতিত্ব করেন হযরত মুহাম্মাদ (সা.) ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শেখ আব্দুল লতিফ আল কারী আল মাদানী।

আয়োজনে প্রতিযোগিদের মধ্য থেকে বাছাই করা ব্যক্তিরা হামদ-নাত পরিবেশন করেন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রচনা পাঠ করেন। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা প্রযুক্তির মাধ্যমে কীভাবে নিজেদের উন্নয়ন করছেন এবং বিভিন্ন কাজ করছেন, সেটি দেখানো হয়।

এর আগে হযরত মুহাম্মাদ (সা.) ইনস্টিটিউটের পক্ষ থেকে দেশব্যাপী মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টি প্রতিবন্ধী এবং লিঙ্গ বৈষম্যের শিকার ব্যক্তিরা অংশ নেন। বেশ কয়েকটি ভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে পুরস্কার সম্মাননা ও অর্থ তুলে দেওয়া হয়।

ইনস্টিটিউট গত ২০০৪ সাল থেকে যাকাত তহবিলের মাধ্যমে বিনামূল্যে শারিরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছে এবং প্রতি বছর পবিত্র রবিউল আউয়াল মাসে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর লোকজনকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপনে উজ্জীবিত করার লক্ষ্যে ইন্সটিটিউট এই প্রথম তাদেরকে প্রতিযোগিতায় যুক্ত করে।

আরও পড়ুন

×