ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার মামলায় ৫ আইনজীবী গ্রেপ্তার 

হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার মামলায় ৫ আইনজীবী গ্রেপ্তার 

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১২:১৩ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৩:৫১

হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। এই মামলার এজহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- এজাহারভুক্ত ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট উসমান।

আজ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোড ডিবির কার্যালয় ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।

হারুন-অর-রশীদ বলেন, যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের উর্দ্ধে নয়। শাহবাগ থানায় মামলা হওয়ার পরে ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সুপ্রিম কোর্ট এলাকায় মারামারির ঘটনা ঘটায়, মানুষের ওপর হামলা করে। মারামারির ঘটনায় মামলা হয়েছে। এরপর শুক্রবার রাতে রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকা থেকে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মারামারির ঘটনায় জড়িতরা কে কোন দল করেন, সেটা বিবেচ্য বিষয় নয়। যারা অপরাধ করেছে, যাদের নামে মামলা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন

×