ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাঈদ খোকন বললেন

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়রের বক্তব্য মনগড়া

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়রের বক্তব্য মনগড়া

বক্তব্য দিচ্ছেন ঢাকা-৬ আসনের এমপি মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৬:০৪

রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের এমপি মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মিট দ্য প্রেসে তিনি এমন মন্তব্য করেন। ‘এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক মিট দ্য প্রেসের আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

গত বুধবার এক অনুষ্ঠানে মেয়র তাপস বলেছিলেন, ২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ হাজার কম ছিল। এ তথ্য মনগড়া উল্লেখ করে সাঈদ খোকন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ঢাকা শহরে রোগী ছিল ৫১ হাজার ৮১০, আর বাইরে ছিল ৪৯ হাজার। গত বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মৃত্যু হয়, তা আগের ২২ বছরেও হয়নি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে ডাকলে তিনি সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান ডিএসসিসির এ সাবেক মেয়র। 


 

আরও পড়ুন

×