ইমাম-খতিবদের সঙ্গে মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধের দাবি

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৩:৫৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ | ১৪:১৪
সারাদেশে ইমাম-খতিবদের সঙ্গে মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আলেম সমাজের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এসময় ১১ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করায় চাকরিচ্যুত ইমাম-খতিবদের পূনর্বহালের দাবিও জানানো হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী শামীম মজুমদার বলেন, দেশব্যাপী মসজিদে ইমাম, খতিব ও মুয়াজ্জিন ও খাদেমদের ওপর কতিপয় মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধ করতে হবে এবং সবার ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে। ইমাম নিয়োগ ও বিয়োগে প্রভাবশালী মহলের একক আধিপত্য থেকে বেরিয়ে আসতে হবে। অব্যাহতি ও বহিষ্কারের ক্ষেত্রে চার মাসের সময় দিতে হবে। সাপ্তাহিক ও মাসিক ছুটি নিশ্চিত করতে হবে। স্বাধীনভাবে কুরআন-সুন্নাহভিত্তিক বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে, এক্ষেত্রে বলপ্রয়োগ চলবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুতবা দেওয়ায় এবং শহীদদের জন্য দোয়া করায় চাকরিচ্যুত ইমাম-খতিবদের পূনর্বহাল করতে হবে। সংবাদ সম্মেলনে মহাসচিব মুফতি শরিফুল্লাহ তারেকী স্বাগত বক্তব্য দেন। চাকরিচ্যুত কয়েকজন ইমাম তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়েজ মাহমুদ, ঢাকা মহানগর সভাপতি মুফতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মুফতী ইছহাক মাহমুদ রফিকী, আইন বিষয়ক সম্পাদক মুফতী অহিদুজ্জামান বদর ও প্রটোকল সম্পাদক মুফতী রফিকুল ইসলাম সরদার প্রমুখ।
- বিষয় :
- রাজধানী
- সংবাদ সম্মেলন
- ইমাম পরিষদ