বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির প্রথম মুদ্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:১০
বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির (বিএনসিএস) প্রথম মুদ্রা বিষয়ক কর্মশালা হয়েছে। শুক্রবার রাজধানীর মিরপুরে আইডিয়াল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিএনসিএসর সদস্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০ জন সৌখিন মুদ্রা সংগ্রাহক অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই কর্মশালায় অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। বাংলাদেশে শখের সংগ্রাহক সৃষ্টি ও পৃষ্ঠপোষকতায় বিএনসিএস সারা বছরই বিভিন্ন কর্মসূচি পালন করে। একটি নিবন্ধিত সংগঠন হিসেবে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি ২০০৮ সাল থেকে শখ হিসেবে মুদ্রা সংগ্রাহের প্রসার ও পৃষ্ঠপোষকতায় মুদ্রা নিলাম, প্রদর্শনী ও নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিশ্বের অতি জনপ্রিয় সৌখিন শখগুলোর মধ্যে মুদ্রা সংগ্রহ অন্যতম। এটি মানুষের চিন্তা ও মনের খোরাক যোগানোর পাশাপাশি নানা দেশের সংস্কৃতি ও বৈচিত্র সম্পর্কে বিশেষ জ্ঞানের বিকাশ ঘটায়। মুদ্রা নিয়ে মানুষের এই আগ্রহের কথা বিবেচনা করেই মুদ্রা বিষয়ক কর্মশালাটির আয়োজন করা হয়েছে। দিনবাপী কর্মশালায় দুটি সেশন হয়। দিনের প্রথম ভাগে ‘সংগ্রহ শুরু থেকে প্রদর্শনী, কীভাবে করবেন’- এ সম্পর্কে আলোকপাত ও বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট সৌখিন মুদ্রা সংগ্রাহক ও মুদ্রা বিশারদ ম. রবিউল ইসলাম। দিনের দ্বিতীয় ভাগে ‘হাতে কলমে নকল ধাতব মুদ্রা পরিচিতি’- বিষয়ে আলোকপাত ও বক্তব্য রাখেন দেশের আরেক বিশিষ্ট সৌখিন মুদ্রা সংগ্রাহক ও মুদ্রা বিশারদ মুহাম্মদ শামসুদ্দিন। কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, রাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা ছিল এবং কর্মশালা শেষে বিএনসিএসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের গিফট সামগ্রী ও সনদ প্রদান করা হয়।