শাহবাগে ফুটপাতে মিলল ২ ব্যক্তির মরদেহ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ০৫:৫১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ | ০৮:৫১
রাজধানীর শাহবাগ থানা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বকশীবাজার মোড় এবং দোয়েল চত্বরের পাশে ফুটপাতে দুই পুরুষের মরদেহ পাওয়া যায়। দু’জনই ভবঘুরে ছিলেন বলে জানায় পুলিশ।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শামছুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে বকশীবাজার মোড়ে ফুটপাতে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে তিনি মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। স্থানীয়দের ভাষ্য, মৃত ব্যক্তি ওই এলাকার ফুটপাতেই থাকতেন।
এসআই শামছুর রহমান বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার অন্য উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকাল ৮টার দিকে দোয়েল চত্বর ফুটপাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। তবে তার পরিচয় মেলেনি। তবে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ভবঘুরে ছিলেন বলে জানা যায়।
- বিষয় :
- রাজধানী
- মরদেহ উদ্ধার
- অজ্ঞাত পরিচয়
- শাহবাগ
- ফুটপাত