মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ সমাবেশ
ওয়ান ইলেভেন ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের বিচার দাবি

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়- সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১০:৪০ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ | ০৫:২৫
ওয়ান ইলেভেন ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে এই দাবি জানান মঞ্চের নেতৃবৃন্দ।
মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে মঞ্চের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচির শুরুতে ভয়াল ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
কর্মসূচিতে মঞ্চের নেতৃবৃন্দ বলেন, ওয়ান ইলেভেনের কুশীলব মাহফুজ আনামদের বিরুদ্ধে রাষ্ট্র এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। যারা বঙ্গবন্ধু কন্যাকে মাইনাস করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে চেয়েছিল এখন তারাই মাইনাস হয়ে গিয়েছে। তার একটি মিথ্যা তথ্যের কারণে গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশকে অনেক চরম মূল্য দিতে হয়েছে।
তারা বলেন, ২১ আগস্টের মতো ঘৃণ্য ঘটনায় জড়িত জঙ্গিবাদের মদদদাতা তারেক জিয়াকে এখনও দেশে ফিরিয়ে আনতে না পারা রাষ্ট্রের চরম ব্যর্থতা। মৌলবাদ ও জঙ্গিবাদের মদদদাতা তারেক জিয়া জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসবহুল জীবনযাপন করে প্রতিনিয়ত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র চলমান রেখেছে। একে দ্রুত ধরে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।