ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় চার নেতা স্মরণে মুক্তিযুদ্ধমঞ্চের মোমবাতি প্রজ্বলন

জাতীয় চার নেতা স্মরণে মুক্তিযুদ্ধমঞ্চের মোমবাতি প্রজ্বলন

জাতীয় চার নেতা স্মরণে মুক্তিযুদ্ধমঞ্চের মোমবাতি প্রজ্বলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১ | ০৯:০৭ | আপডেট: ০৩ নভেম্বর ২০২১ | ০৯:২৬

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন মঞ্চের নেতারা।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, নুর আলম সরদারসহ প্রমুখ।

নেতারা বলেন, জেলহত্যা দিবস বাঙালির জীবনে এক কলঙ্কময় দিন। কারাগারেও বিনা বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে। পাকিস্তানের মদদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছিল খুনি চক্র। একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতেই মূলত এই হত্যাকাণ্ড সংঘটিত করে পাকিস্তান। এ হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে পাকিস্তানকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

কর্মসূচির শুরুতে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন

×