ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভ্যাট দেয় না অ্যামেরিকান বার্গার

ভ্যাট দেয় না অ্যামেরিকান বার্গার

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১ | ১৩:৪১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ১৩:৪১

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ফাস্টফুডের দোকান আমেরিকান বার্গার ভ্যাট পরিশোধ করে না। প্রতিষ্ঠানটি কী পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে, তা জানতে ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

মইনুল খান জানান, বৃহস্পতিবার একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে আমেরিকান বার্গারে অভিযান চালান ভ্যাট গোয়েন্দারা। ওই ক্রেতা অভিযোগ করেন, তিনি খাবার খেয়ে বিল পরিশোধের সময় ভ্যাটের চালান চাইলেও দোকান থেকে তা দেওয়া হয়নি। এরপর তিনি ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে বিষয়টি অবহিত করেন। তার অভিযোগ ধরেই অভিযানে নামেন ভ্যাট গোয়েন্দারা। এতে নেতৃত্ব দেন সংস্থার সহকারী পরিচালক হারুন অর রশিদ।

অভিযানে গোয়েন্দারা অভিযোগের সত্যতা পান। তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করলেও ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধন নেয়নি। গোয়েন্দাদের দল রেস্টুরেন্টের পিওএস মেশিন থেকে বিক্রির তথ্য বের করে। এতে দেখা গেছে, গত ২৩ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকার বেচাকেনা হয়েছে। যার ওপর সরকার নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য থাকলেও প্রতিষ্ঠানটি তা পরিশোধ করেনি।

ভ্যাট আইন অনুসারে, যে কোনো ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর আগেই ভ্যাট নিবন্ধন নিতে হবে। লেনদেন করলে গ্রাহকদের নির্ধারিত ফরমে ভ্যাটের চালান দিতে হবে। একই সঙ্গে মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে তাদের কাছ থেকে সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমেরিকান বার্গার আইনের এই বিধান ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করে আসছে।

মইনুল খান জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম অনুসন্ধানের স্বার্থে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্নিষ্ট ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটকে দ্রুত এই ফাস্টফুড প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনে যথাযথ ভ্যাট আদায়ের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×