রাস্তায় তল্লাশীচৌকি বসিয়ে ডাকাতি করত তারা

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২১:৩৭
দেশের বিভিন্ন মহাসড়কে ডিবি পুলিশের পোশাক পরে তল্লাশীচৌকি বসিয়ে পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি করত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। ওই ডাকাত দলের সাত সদস্যকে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন– রমজান শেখ ওরফে কালু, জহিরুল ইসলাম, মেহেদী শেখ হিরা, জমির খান, সাগর ইসলাম, আসলাম ও বাদল মুন্সি। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পাঁচটি গাড়ি, পুলিশের ওয়্যারলেস, জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, ডাকাত দলের সদস্য মহাসড়কে তল্লাশীচৌকি বসিয়ে পণ্যবাহী গাড়ি থামাতো। তাদের গায়ে থাকত ডিবির জ্যাকেট। তল্লাশীর নামে তারা গাড়িতে থাকা পণ্য ডাকাতি করত।