ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লভ্যাংশ দেবে না ন্যাশনাল ব্যাংক

লভ্যাংশ দেবে না ন্যাশনাল ব্যাংক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ মে ২০২২ | ২৩:০৭

কিছুটা মুনাফা করা সত্ত্বেও এ বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড বা এনবিএল। ব্যাংকটি গত বছর মোট ৩৮ কোটি টাকা বা শেয়ার প্রতি ১২ পয়সা মুনাফা করার তথ্য দিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ ও পর্যালোচনা এবং লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গত ২৮ এপ্রিল ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে এ সিদ্ধান্ত এসেছে। এ খবরে ঈদের পর শেয়ারবাজারে লেনদেনের প্রথম কার্যদিবসে ব্যাংকটির শেয়ারের ৪ শতাংশ দরপতন হয়েছে। সর্বশেষ কেনাবেচা হয়েছে ৭ টাকা ২০ পয়সায়। শেয়ারটির অভিহিত মূল্য ১০ টাকা। গত বছর ন্যাশনাল ব্যাংক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী লোকসানে থাকা কোনো বাণিজ্যিক ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারে না। অন্যদিকে করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক ঋণ গ্রহীতা সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় অনেক ঋণ খেলাপি হয়েছে। নিয়ম অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত প্রভিশনিং বা মুনাফা থেকে নির্দিষ্ট হারে মূলধন সংরক্ষণ করতে হয়। বিশেষ পরিস্থিতিতে ব্যাংকগুলো এ প্রভিশনিংয়ে বাড়তি সময় চাইলে (প্রভিশনিংয়ে ডেফারেল সুবিধা) তা শর্তসাপেক্ষে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে শর্ত ছিল ডেফারেল সুবিধা সমন্বয় করে যদি মুনাফা থাকে তাহলে সংশ্নিষ্ট হিসাব বছরের জন্য লভ্যাংশ দিতে পারবে। ন্যাশনাল ব্যাংক এক্ষেত্রে ব্যর্থ হওয়ায় লভ্যাংশ দিতে পারেনি।

এদিকে স্টক এক্সচেঞ্জে প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি ৩৬ পয়সা লোকসান হয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে নিট ১৩৪ কোটি ৮৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪৪ পয়সা মুনাফা করার তথ্য দিয়েছিল। এর আগে গত বছরের প্রথম প্রান্তিকে নিট ৩৯ কোটি ৩৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১৩ পয়সার মুনাফা ছিল। দ্বিতীয় প্রান্তিকে আরও সোয়া ৫১ কোটি টাকা নিট মুনাফা বা শেয়ারপ্রতি ১৭ পয়সা মুনাফা করেছিল।

গত বছরের আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে অনেকটাই টানা দর হারাচ্ছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। ওই সময় সর্বোচ্চ ৯ টাকা ২০ পয়সা দরে শেয়ারটি কেনাবেচা হয়। মাঝে তা ৬ টাকা ৮০ পয়সায় নামে।

আরও পড়ুন

×