ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রূপালীর নগদ লভ্যাংশ অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক

রূপালীর নগদ লভ্যাংশ অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ২৩:৩৭

এখনও 'ডেফারেল' সুবিধা ভোগ করায় রূপালী ব্যাংকের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা অনুমোদন করেনি বাংলাদেশ ব্যাংক। এ অবস্থায় পর্ষদের সুপারিশ অনুযায়ী ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে ব্যাংকটি।

রূপালী ব্যাংকের কাছ থেকে তথ্য পেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার তার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২৭ এপ্রিল ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু গত ২৮ জুলাই অনুষ্ঠিত এজিএমে তা নগদ লভ্যাংশ আকারে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পায় ব্যাংকটি।

কিন্তু ব্যাংকটি মন্দ ঋণ এবং শেয়ারবাজারে বিনিয়োগে লোকসানের বিপরীতে পর্যাপ্ত প্রভিশনিং বা মূলধন সংরক্ষণ করতে পারেনি। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রভিশনিংয়ে অতিরিক্ত সময় নিয়েছে, যা 'ডেফারেল' সুবিধা হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মানুযায়ী কোনো ব্যাংক ডেফারেল সুযোগ নিলে সংশ্নিষ্ট সময়ে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে পারবে না।

আরও পড়ুন

×