ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অ্যাসুরেন্স কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

অ্যাসুরেন্স কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

--

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৮:০০

মেটলাইফ এবং মাস্টারকার্ডের সহযোগিতায় দেশের প্রথম অ্যাসুরেন্স কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধাও পাবেন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছাড়াই মেটলাইফের হেলথ ও লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানের বিভিন্ন সুবিধা পাবেন তাঁরা। প্রথম বছরে এতে বার্ষিক ফিও লাগবে না।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এই অ্যাসুরেন্স কার্ডটি ব্যবহার করে গ্রাহকরা ডিজিটাল লেনদেনের মাধ্যমে ডাক্তার দেখানো, হাসপাতালের খরচ, জীবন বীমা সুবিধা পাবেন এবং নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন।

আরও পড়ুন

×