ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পিরোজপুরে কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি

পিরোজপুরে কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি

--

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কৃষির সমৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। সম্প্রতি পিরোজপুর কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের জন্য আয়োজিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ভরসার নতুন জানালা প্রকল্পের সমন্বয়ক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ।

আরও পড়ুন

×