ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারী উদ্যোক্তাদের জন্য স্বতন্ত্র সিগনেচার ক্রেডিট কার্ড চালু করল ইবিএল

নারী উদ্যোক্তাদের জন্য স্বতন্ত্র সিগনেচার ক্রেডিট কার্ড চালু করল ইবিএল

--

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:০০

নারী উদ্যোগ এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অঙ্গীকারের অংশ হিসেবে ‘ইবিএল ওমেন সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করা হয়েছে।

সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব কার্ডস তাসনীম হোসেন, হেড অব এসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহীম, হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওমেন ব্যাংকিং তানজেরী হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

×