ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জনসংখ্যার ওপর বিভাজিত উপাত্তের অভাব রয়েছে

জনসংখ্যার ওপর বিভাজিত উপাত্তের অভাব রয়েছে

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৮:০০

দারিদ্র্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্য, বাল্যবিয়ে, লিঙ্গ বৈষম্যসহ জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মানসম্মত বিভাজিত উপাত্তের অভাব রয়েছে। এ ছাড়া জনসংখ্যা, টেকসই উন্নয়ন এবং এ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। রাজনৈতিক সহায়তাও পর্যাপ্ত নয়। বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে মানব সম্পদেরও ঘাটতি রয়েছে।

 আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সপ্তম এশিয়া ও প্যাসিফিক জনসংখ্যা সম্মেলন (এপিপিসি) সামনে রেখে জনসংখ্যা, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে বিভিন্ন নাগরিক সমাজের প্রতিষ্ঠানের (সিএসও) এক পরামর্শ সভায় এমন পর্যবেক্ষণ এসেছে। গত বুধবার রাজধানীর হোটেল সেরিনায় এর আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। আলোচনায় সরকার ও বেসরকারি খাত, এনজিও, সিএসও, উন্নয়ন সহোযোগী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। জনসংখ্যা এবং উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন (আইসিপিডি) এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত জাতিসংঘ সম্মেলন ও অন্যান্য গুরত্বপূর্ণ সম্মেলনে চিহ্নিত অগ্রাধিকার ইস্যুগুলোতে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা এ আলোচনার অন্যতম উদ্দেশ্য ছিল।

সভায় জানানো হয়, ১০ বছর বিরতির পর এশিয়া ও প্যাসিফিক জনসংখ্যা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সম্মেলন সামনে রেখে একটি ভলান্টারি জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করেছে। পিপিআরসি–ইউএনএফপিএ অংশীদারিত্বের আওতায় গাইবান্ধা এবং কক্সবাজারে দুটি স্থানীয় পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ড. হোসেন জিল্লুর রহমান তাঁর উপস্থাপনায় জনসংখ্যা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বাল্যবিয়ে ও অন্যান্য জটিল সমস্যার সমাধানে পুনর্গঠনমূলক বিভিন্ন কৌশল কাজে লাগানোর ওপর জোর দেন। সভার সম্মানিত অতিথি বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্রিস্টিন ব্লোখাস পরিস্থিতর ইতিবাচক পরিবর্তনের জন্য দৃঢ় অংশীদারিত্ব এবং যুব নেতৃত্বের প্রয়োজনীতার ওপর গুরুত্ব দেন। সভার আলোচকরা বাল্যবিয়ে, জেন্ডার সহিংসতা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা এবং কিশোর ও যুবকদের বিভিন্ন ইস্যুতে জোর দেওয়াসহ ১১টি অগ্রাধিকার ক্ষেত্রে বিশেষ মনোযোগের প্রয়োজনীতা তুলে ধরেন। তারা বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা জানা এবং সমস্যা সমাধানের উদ্যোগ নিতে নানা আঙ্গিকে হালনাগাদ উপাত্তের প্রয়োজন। সভায় আলোচকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক বরকত-ই-খুদা, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক সানজিদা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পিপিআরসির সিনিয়র ফেলো অ্যান্ড প্রোগ্রাম অ্যাডভাইজর মোহাম্মদ আব্দুল ওয়াজেদ।

আরও পড়ুন

×