ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সিঙ্গাপুর-কাতার থেকে তিন কার্গো এলএনজি আসছে

আমদানি হচ্ছে ২৮২ কোটি টাকার ইউরিয়া সার

সিঙ্গাপুর-কাতার থেকে তিন কার্গো এলএনজি আসছে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৮:০৪

সিঙ্গাপুর ও কাতার থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরের গানভর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এবং কাতারের কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এতে মোট খরচ হবে ১ হাজার ৩৫০ কোটি ২৪ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠক এসব প্রস্তাবের অনেমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গাপুরের গানভর প্রাইভেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি ইউনিট ১০ দশমিক ৪৬ ডলার দরে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ৪৫২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হবে। আগের লটে প্রতি ইউনিটের দাম ছিল ১০.৮৬ ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরাক প্রস্তাবে সিঙ্গাপুরের একই প্রতিষ্ঠান থেকে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ইউনিট ১০.৪৬ ডলার হিসেবে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ৪৫২ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৭০ টাকা ব্যয় হবে।

অপরদিকে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে প্রতি এমএমবিটিইউ ১০.৩০ ডলার হিসাবে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।  এ ক্ষেত্রে মোট ব্যয় হবে ৪৪৫ কোটি ৪০ লাখ টাকা।

এছাড়া বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে চলতি অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৮২ কোটি ১৫ লাখ টাকা।

আরও পড়ুন

×