ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিরাপদ পানি এবং স্যানিটেশনে অর্থায়ন চালু ব্র্যাক ব্যাংকের

নিরাপদ পানি এবং স্যানিটেশনে অর্থায়ন চালু ব্র্যাক ব্যাংকের

বুধবার রাজধানীর লেকশাের হােটেলে নিরাপদ পানি ও স্যানিটেশনে ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধার উদ্বােধন অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: ফটাে রিলিজ

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ০৩:২১

ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ওয়াটার ডট ওআরজি এবং এর ক্ষুদ্রঋণ পার্টনারদের সঙ্গে যৌথভাবে পানি সরবরাহ ও স্যানিটেশনে অর্থায়ন সুবিধা প্রবর্তন করেছে ব্র্যাক ব্যাংক। ওয়াটার ডট ওআরজি হলো একটি বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে কাজ করে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার ঢাকার লেকশোর হোটেলে ‘ইমপ্রুভিং লাইভস থ্রু ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক আনুষ্ঠানিকভাবে অর্থায়ন সুবিধা চালু করেছে।

অনুষ্ঠানটি বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং ওয়াটার ডট ওআরজির জন্য একটি নেটওয়ার্কিং সেশন ছিল, যেখানে তারা একে অন্যের সঙ্গে নিজেদের উদ্ভাবনী ধারণা, জ্ঞান এবং বিভিন্ন সল্যুশন নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়াটার ডট ওআরজির সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মনোজ গুলাটি, ব্র্যাক ব্যাংকের হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্সিং তাপস কুমার রায় এবং বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। 

আরও পড়ুন

×