এইচএসসির দ্বিতীয় দিন ২২ হাজার ৩৯১ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ৪১

গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরুর দিনের ছবি- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২০:৩৯
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন রোববার সারা দেশে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী। অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪১ পরীক্ষার্থী ও এক পরিদর্শক।
রোববার ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। সেই হিসাবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিত বেড়েছে ২ হাজার ৬৩২ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯ লাখ ৩৩ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন।
এদিন সাধারণ ৯টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেননি ১৫ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ৩ হাজার ৬৫৫ জন, রাজশাহীতে ২ হাজার ৭৩ জন, কুমিল্লায় ২ হাজার ৬৮২ জন, যশোরে ১ হাজার ৭৮৯ জন, চট্টগ্রামে ১ হাজার ২৩৫ জন, সিলেটে ৮৯৫ জন, বরিশালে ১ হাজার ১২২ জন, দিনাজপুরে ১ হাজার ৪৬৭ জন ও ময়মনসিংহে ৯৮০ জন।
মাদরাসা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে অংশ নেন ৭৯ হাজার ২৯২ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন। কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ২ হাজার ৯৪৪ জনের। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন।
রোববার ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছেন ৮ জন। এছাড়া রাজশাহীতে ৩ জন, কুমিল্লায় ২ জন, যশোরে ১ জন, চট্টগ্রামে ২ জন, বরিশালে ২ জন, দিনাজপুরে ২ জন। আর ময়মনসিংহে ৩ জন শিক্ষার্থী ও ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন। এছাড়া সারাদেশে বহিষ্কার হয়েছেন ১০ আলিম ও কারিগরিতে ৮ পরীক্ষার্থী।