অভিনেতা অপূর্বর বাবা মারা গেছেন

বাবার সঙ্গে অপূর্ব
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ০০:৪৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ০০:৪৬
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
সমকালকে অপূর্বর পারিবারিক সূত্র মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এদিকে অপূর্বও সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
জানা গেছে ‘আপনজন’নামে একটি নাটকের শুটে যাওয়ার পর বাবার মৃত্যু খবর শুনেছেন অপূর্ব।
ওমর ফারুক ব্যক্তি জীবনে চার ছেলে ও এক কন্যার জনক এবং পুলিশ কর্মকর্তা ছিলেন।
- বিষয় :
- অপূর্ব
- বাবা মারা গেছেন
- ওমর ফারুক