এত মেকআপের পরও নেতাজির মতো হতে পারেননি প্রসেনজিৎ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৭:২৭
‘নেতাজির চরিত্রে অভিনয় করার জন্য আমাকে মেকআপের মাধ্যমে তার রূপ ধারণ করতে হয়েছিল, ফলে বিষয়টি প্রথম দিকে বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্তও নিয়েছিলাম আমি।’ কথাগুলো বলছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ।
২ অক্টোবর কলকাতায় মুক্তির পর ১৮ অক্টোবর মুম্বাইতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘গুমনামী’। সিনেমাটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ।
গুমনামী ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পাচ্ছেন প্রসেনজিৎ। ছবিটিতে মেকআপ ও অভিনয়ের মাধ্যমেনেতাজি সুভাষ চন্দ্র বসু হয়ে উঠার গল্প নিয়ে এক সাক্ষাৎকারে সম্প্রতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর চরিত্রে অভিনয় করার বিষয়ে এক সাক্ষাতকারে প্রসেনজিত বলেন, ‘এটি অনেক বড় একটি দায়িত্ব ছিল আমার জন্যে। এমনকি অভিনয়ের শুরুর দিকে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম।’
সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানান প্রচুর মেকআপ দিয়েও তিনি দেখতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো হতে পারেননি। ফলে তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। অভিনয় দিয়ে নেতাজির ব্যক্তিত্ব ভালো ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি।
- বিষয় :
- নেতাজি সুভাস চন্দ্র বসু
- প্রসেনজিৎ
- গুমনামী