উপস্থাপনায় ফেরদৌস-অপু

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৮:০০
বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] ঈদ ‘আনন্দমেলা’ নিয়ে বরাবরই দর্শকের বেশ আগ্রহ থাকে। এবার ঈদে অনুষ্ঠানটির উপস্থাপনায় দেখা যাবে ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাসকে। প্রথম একসঙ্গে এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলে জানিয়েছেন এ তারকাদ্বয়। রামপুরায় বিটিভি মিলনায়তনে সোমবার গভীর রাত পর্যন্ত চলে এর দৃশ্যধারণ।
উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ঈদ আনন্দমেলা নিয়ে দর্শকের প্রত্যাশার চাপ বেশি থাকে। চেষ্টা করেছি, নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করতে। আমি যদি ভুল করে না থাকি, অপুর এটাই প্রথম উপস্থাপনা। আনন্দমেলার মতো বড় পরিসরের অনুষ্ঠান দিয়ে উপস্থাপনায় তাঁর যাত্রা শুরু হলো। বৈচিত্র্যময় আয়োজন দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। সব মিলিয়ে ভালো একটি অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছেন দর্শক।
অপু বিশ্বাস বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্যরকম আয়োজন। এর আগে নাচ করেছি আনন্দমেলায়। প্রথমবার উপস্থাপনা করতে পেরে আমি আনন্দিত। এখন অমুক আসছেন, তমুক আসছেন– সে টাইপের কোনো বিষয় ছিল না অনুষ্ঠানে। আমি নাটকীয়ভাবে উপস্থাপক হিসেবে হাজির হয়েছি স্ক্রিনে। এতে আমার ভূমিকা কেমন– তা জানতে হলে বিটিভির পর্দায় চোখ রাখতে হবে।’ উপস্থাপনা ছাড়াও ফেরদৌস ও অপু ষড়ঋতুর গান নিয়ে একটি কোলাজ পরিবেশনায় অংশ নিয়েছেন অনুষ্ঠানে। এর কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
- বিষয় :
- ফেরদৌস আহমেদ
- অপু বিশ্বাস
- উপস্থাপনা