ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আবারও উপস্থাপনায় ঐন্দ্রিলা

আবারও উপস্থাপনায় ঐন্দ্রিলা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ০৭:০৬

নতুন অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে আসছেন মডেল ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ‘সমান্তরাল’ নামে আড্ডার অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্প্রতি শুরু হয়েছে বলে জানান এই মডেল ও অভিনেত্রী।

ঐন্দ্রিলা বলেন,  বিভিন্ন অঙ্গনের নারী উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজনে এরই মধ্যে অতিথি হিসেবে পেয়েছি ফ্যাশন জগতের কিংবদন্তি বিবি রাসেলকে। এ ছাড়া আরও অনেক গুণী মানুষ থাকবেন অনুষ্ঠানে। এটি অনেক তথ্যবহুল হবে। নিজেও অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।

জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি অভিনয় ও মডেলিং করছেন ঐন্দ্রিলা। উপস্থাপনায় ব্যস্ত থাকলেও অভিনয়ে এখন আর দেখা
যায় না তাঁকে।

আরও পড়ুন

×