ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কলকাতার ছবিতে প্রথমবার অপূর্ব, থাকছেন রাইমা সেনও

কলকাতার ছবিতে প্রথমবার অপূর্ব, থাকছেন রাইমা সেনও

অপূর্ব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:১৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:২৩

দেশের টিভি জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে নির্মাতা প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ তে দেখা যাবে অপূর্বকে। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ছবিটির শুটিংয়ে অভিনেতা এখন কলকাতায় ব্যস্ত রয়েছেন।

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের এই ছবিতে পশ্চিমবঙ্গের টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতাদের দেখা যাবে। 

প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয়ের বিষয়ে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন

×